স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগে একুশ মিনিটের তিন গোলে করিম বেনজেমাদের আল ইত্তিহাদ দারুণ জয়ে শুরু করেছে প্রো লিগ। ৩-০ বড় ব্যবধানে হারিয়েছে আল রাইদকে।
মৌসুমের প্রথম ম্যাচেই ফরাসি তারকার দল তুলে নিয়েছে বড় জয়। এক তরফা ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলেছে বেনজেমারা। ৩-০ ব্যবধানের বড় জয়ে লিগ শুরু করলো পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দিয়ে।
আল রাইদ ও আল ইত্তিহাদের ম্যাচটির প্রথমার্ধে ছিলো প্রায় নিষ্প্রণ। দু’দলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাড় ম্যাড়ে প্রথমার্ধ শেষে গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে উঠে বেনজেমাদের ইত্তিহাদ। ৫৮ থেকে ৭৯ মিনিটের মধ্যেই একে এক তিন গোল দেয় প্রতিপক্ষের জালে। ম্যাচের ৫৮তম মিনিটে আবদেররাজাক হামদাল্লাহ’র গোলে লিড নেয় দলটি।
১-০ গোলে এগিয়ে যাওয়া দলকে পরপর দুই গোল এনে বড় জয় নিশ্চিত করেন ইগর করোনাডো। ম্যাচের ৭৩তম মিনিটে তার গোলেই ইত্তিহাদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মিনিট ছয়েক পরেই জোড়া গোল পূর্ণ করেন এই তারকা। ৭৯তম মিনিটে তার দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বেনজেমারা।
পিছিয়ে পড়া আল রাইদ ম্যাচের বাকী সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩-০ গোলের জয় নিয়ে প্রো লিগের মিশন শুরু করে ইত্তিহাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০