স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে আইসিসির ওডিআই রেঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের অনেক কাছে গিয়েও লোয়ার অর্ডারের ব্যর্থতায় ইংলিশদের বিপক্ষে হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে।
ইমরুল কায়েসের দুর্দান্ত শতক ও সাকিবের অসাধারণ ব্যাটিংয়ের ঠিক পরেই মুখ থুবরে পড়ে বাংলাদেশের ব্যাটিংয়ের। শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জেতা ম্যাচ হাত ছাড়া হয় বাংলাদেশের।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সপ্তম।
প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৫। ম্যাচ হারের ফলে এক পয়েন্ট কমে স্বাগতিকদের রেটিং পয়েন্ট এখন ৯৪ রান। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট খোঁয়ালো বংলাদেশ। ম্যাচ জিতলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট পেত বাংলাদেশ দল।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্ব, বাকি দুই দলকে আইসিসির সহযোগী দেশের সাথে বাছাইপর্ব খেলে মূল পর্বে উঠে আসতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০