২৩ বছরের ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দিলেন মিতালি রাজ

0
14

স্পোর্টস ডেস্কঃ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা নারী ক্রিকেটার মিতালি রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজেই সেই অবসরের ঘোষণা দেন। তবে ক্রিকেটের সাথে সম্পৃক্ততা রেখে যাবেন বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী মিতালি।

অনেক আগেই টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মিতালি। তবে চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ও টেস্ট। চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া নারীদের বিশ্বকাপ শেষেই, সেই মঞ্চেই ক্রিকেটকে বিদায় বলবেন, সেই গুঞ্জন ছিল। কিন্তু সেটা করেননি। অবশেষে ভারতের জার্সিকে একেবারে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মিতালি। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা ব্যাটার।

জানিয়েছেন মেধাবি তরুণীদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এসময় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ভারতের সর্বকালের সেরা নারী ক্রিকেটার হিসেবে খ্যাত মিতালিকে, তাঁর দীর্ঘ দিনের সার্ভিসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিসিসিআই।

অসংখ্য রেকর্ডের মালিক মিতালি ভারতের জার্সিতে ১২ টেস্ট ম্যাচ খেলে ১৯ ইনিংসে করেছেন ৬৯৯ রান। ১ সেঞ্চুরি ও চার ফিফটি হাঁকিয়েছেন। সর্বোচ্চ স্কোর আছে ২১৪ রানের। এর বাইরে ভারতের সাবেক অধিনায়ক ২৩২টি ওয়ানডে ম্যাচে খেলে ২১১ ইনিংসে করেছেন ৭৮০৫ রান।

৭ সেঞ্চুরির পাশাপাশি ৫৪ ফিফটিতে সাজানো ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মিতালি। এছাড়া ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ৮৪ ইনিংস খেলে ২৩৬৪ রান করেছেন। ১৭ ফিফটির ক্যারিয়ারে সর্বোচ্চ খেলেছেন ৯৭ রানের অপরাজিত ইনিংস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here