স্পোর্টস ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আশাব্যঞ্জক পারফর্ম করতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। দলের অধিনায়ক হয়ে পারফর্ম করতে পারছেন না হার্দিক পান্ডিয়াও। সবশেষ মঙ্গলবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মুম্বাই। ব্যাট হাতে সেই ম্যাচে গোল্ডেন ডাকের দেখা পেয়েছেন হার্দিক। বল হাতে অবশ্য ২৬ রান খরচায় ২ উইকেট নিয়ে ভালো করেছেন।
সেই ম্যাচের জন্য এবার জরিমানা গুণেছেন হার্দিক পান্ডিয়া। এই তারকা অলরাউন্ডারকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের কারণেই এই জরিমানা গুণেছেন তিনি। এবারের আইপিএলে দ্বিতীয়বারের মতো এমনটা হওয়ায় ২৪ লাখ রুপি জরিমানা গুণতে হয়েছে। এর আগে যখন প্রথমবার স্লো-ওভার রেটে ছিলেন, তখন তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।
জরিমানা গুণার দিনে অবশ্য একটি সুসংবাদ ছিল হার্দিকের। অনেক জল্পনা-গুঞ্জনের পর ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। শুধুমাত্র জায়গা করেই নয়, দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি। এর আগে হার্দিকের পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায়, বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে অনেক প্রশ্ন উঠে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post