২৫০ তম টেস্ট জিতলো ভারত

0
11

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অন্যন্য এক কীর্তি গড়লো ভারতীয় ক্রিকেট দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে ৫০১ তম টেস্ট ম্যাচে এসে জয় পেলো ২৫০তম টেসট। কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে দেশেরে মাঠে ২৫০তম টেস্ট জিতলো বিরাট কোহলির দল।

ভারতের প্রথম ইনিংসে ৩১৬ রানের জবাবে নিউজিল্যান্ড করে ২০৪ রান, দ্বিতীয ইনিংসে ২৬৩ রানের জবাবে সফরকারী করে ১৭৯ রান। এই টেস্ট ম্যাচ জিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিলো স্বাগতিকরা।

সোমবার ম্যাচের চতুর্থ দিন ৩৭৬ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। এদিন শুরুটা দারুণ করে কিউইরা। দলীয় ৫৫ রানে হারায় ওপেনার মার্টিন গাপটিলকে। তবে আরেক ওপেনার টম ল্যাঠাম ৭৪ রানে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি।

এর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারতীয় বোলাররা। এসময় রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার স্পিনে নাকাল হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ লুক রঞ্চির ব্যাট থেকে আসে ৩২ রান। অশ্বিন ও জাদেজা দু’জনই তিনটি করে উইকেট পান। পেসার মোহাম্মদ শামি নিয়েছেন দুটি উইকেট।

এর আগে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে আট উইকেট হারানো ভারত চতুর্থ দিন বাকি দুই উইকেট হারিয়ে আরও ৩৬ রান যোগ করে। স্বাগতিকদের হয়ে ৫৮ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ। তিনি প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

৮ অক্টোবর ইন্দোরে দু’দলের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here