২৫ অক্টোবর থেকে সিলেটে শুরু হওয়া উপজেলা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফিক্সার

0
119

নিজস্ব প্রতিবেদক:  সিলেট শুরু হচ্ছে জেলা প্রশাসক আন্ত:উপজেলা কাপ ফুটবল টুর্ণামেন্টে। নক আউট নিয়মে অনুষ্টিত টুর্ণামেন্টটিতে অংশ নিবে সিরেটের সবক’টি উপজেলা ফুটবল দল। আগমি ২৫ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টটির উদ্বোধন করা হবে। টুর্ণামেন্টের ফিক্সার অনুযায়ী উদ্বোধনী মুখোমুখি হবে কানাইঘাট-সিলেট সদর।

২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় টুর্ণামেন্টটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও কানাইঘাট উপজেলা ফুটবল দল।

ফিক্সার অনযায়ী প্রথম রাউন্ডে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় সিলেট সদর-কানাইঘাট মুখোমুখি হবে।

পরদিন ২৬ অক্টোবর বিশ্বনাথ মুখোমুখি হবে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল। ২৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় জকিগঞ্জ উপজেলা ফুটবল দল মুখোমুকি হবে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের।

২৮ অক্টোবর মুখোমুখি হবে ফেঞ্চুগগঞ্জ উপজেলা ফুটবল দল ও কোম্পানীগঞ্জ উপজেলা ফুটবল দল। ২৯ অক্টোবর বালাগঞ্জ উপজেলা ফুটবল দল মোকাবেলা করবে দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলকে। ৩০ অক্টোবর গোলাগঞ্জ উপজেলা ফুটবল দলের প্রতিপক্ষ বিয়ানীবাজার উপজেলা ফুটবল দল। সবগুলোা ম্যাচই সন্ধ্যা ৬টায় অনুষ্টিত হবে।

প্রতিটি খেলা অনুস্টিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি, রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকার প্রাইজমানি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here