নিজস্ব প্রতিবেদক:: দেখতে দেখতে ২৫ টি বছর কেটে গেছে।অনেকবার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটের মর্যাদার প্রথম শ্রেণীর আসর জাতীয় ক্রিকেট লিগে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি সিলেট। জাতীয় দলে সব সময়ই সিলেটের এক ঝাঁক তারকা প্রতিনিধিত্ব করে গেছেন। চার পাঁচজন করে জাতীয় দলে থাকছেন প্রায় নিয়মিতই।
জাতীয় দলকে অনেক সার্ভিস দেওয়া সিলেট ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপে পুড়তে প্রতি মৌসুমেই। সর্বোচ্চ স্তরের এই লিগে কেবল অংশ গ্রহণেই সন্তুষ্ট থাকতে হতো সিলেটকে। দ্বি-স্তরের লিগে তো খেলতে হয়েছে দ্বিতীয় স্তরেও। তবে সেসব এখন আর অতীত। আড়াই দশকের অপেক্ষা কেটেছে। সিলেটের ক্রিকেট প্রেমীরা এবার দেশসেরা হওয়ার গৌরব পেয়ে গেছেন।
নিজেদের ঘরের মাঠেই শিরোপা উৎসবে মেতে উঠলো সিলেট। বরিশাল বিভাগকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে হারিয়ে বহু অপেক্ষার অবসান ঘটিয়েছে সিলেট। প্রথমবারের মতো জাতীয় লিগের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। তারুণ্য নির্ভর সিলেট আনবিটেন থেকেই শিরোপা জিতলো। রাজশাহীর বিপক্ষে সিলেটের শেষ রাউন্ডের ম্যাচটি তাই নিছক নিয়ম রক্ষার।
সিলেটের জয়ের মঞ্চটা গতকাল সোমবারই প্রস্তুুত করে রাখেন বোলাররা। দ্বিতীয় ইনিংসে বরিশালকে দুই ইনিংসে মাত্র ১৪২ রানে অলআউট করে। দিনের শেষ বলে বরিশালকে অলআউট করা সিলেট গতকাল আর মাঠে নামতে পারেনি। আজ সকালে ব্যাটিং নেমেই চ্যাম্পিয়নের স্বাদ পেতে যেনো তর সইছিলো না সিলেটের। ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ২৭.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট।
পুরো মৌসুম জুড়ে সিলেটকে সার্ভিস দিয়েছেন অমিত হাসান্। রানের বন্যায় ভেসেছেন তিনি। লিগের সর্বোচ্চ এই রান সংগ্রাহক দলকে চ্যাম্পিয়ন করিয়েই মাঠ ছাড়লেন। ৩৮ রানে অপরাজিত থেকে শিরোপার স্বাদ নিয়েই সিলেটের বাইশ গজ থেকে ফিরেছেন প্যাভেলিয়নে। কম যাননি নাসুমও। নিজ শহরকে প্রথমবার চ্যাম্পিয়ন করাতে যেনো পণ করেছিলেন। হয়ে গেছিলেন পুরো দস্তুর ব্যাটসম্যান। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর ম্যাচ জয়ী দ্বিতীয় ইনিংসেও দলের সর্বোচ্চ সংগ্রাহক তিনিই। ৪৪ রানের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে যেনো বুঝিয়ে দিচ্ছিলেন চ্যাম্পিয়ন হতে আর অপেক্ষা করতে চান না তিনি।
প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া তোফায়েলকে অবশ্য ব্যাটিংয়ে নামতে হয়নি দ্বিতীয় ইনিংসে। তবে ব্যাট-বল হাতে ম্যাচ সেরা পারফরম্যান্স তিনিই করেছেন। দু্ই ইনিংসে চার উইকেট নিলেও প্রথম ইনিংসে সিলেটকে লিড নিতে রেখেছেন বড় অবদান।দিন শেষে তাই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০