নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ২৬ মাস পর অবশেষে মুমিনুল হক পেলেন সেঞ্চুরির দেখা। সবশেষ সেঞ্চুরি ছিল ২০২১ সালের এপ্রিলে, শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝে ১৪ টেস্টের ২৬ ইনিংসে অধরা ছিল তিন অঙ্কের রান। অবশেষে সেঞ্চুরি খরা কাটালেন বাঁহাতি এই ব্যাটার।
মিরপুর টেস্টের তৃতীয় দিনের চা বিরতির পর ইয়ামিন আহমেদজাইকে আপার কাটে চার মেরে ১২৩ বলে মুমিনুল দেখা পান কাঙ্ক্ষিত সেঞ্চুরির। ১৩টি সাজানো ছিল সেঞ্চুরির ইনিংসটি। এর আগে ফিফটি করেন ৬৭ বলে। ৭৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯৫ রান তুলেছে বাংলাদেশ।
৫৫ রান নিয়ে উইকেটে আছেন লিটন। অপর অপরাজিত ব্যাটার মুমিনুলের সংগ্রহ ১০২ রান। বাংলাদেশ ৬৩১ রানের লিড নিয়েছে। এর আগে জাকির হাসান ৯৫ বল খেলে আট চারে ৭১ রান করে আউট হয়েছেন। শান্ত ১৫১ বলে ১২৪ রানে আউট হয়েছেন। ১৫টি চার মেরেছেন তিনি।
এর আগে ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমদিন ৫ উইকেটে ৩৬২ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়দিন মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বল হাতে স্বাগতিকরা ছিল দুর্দান্ত। মাত্র ১৪৬ রানে অলআউট করে দেয় আফগানদের।
প্রথম ইনিংস থেকে ২৩৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে গত দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকালের দুই অপরাজিত ব্যাটার উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পায়নি আফগান বোলাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post