স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ করেছে আর্সেনাল। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে জয়টা অতো সহজে আসেনি। গত রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘাম ঝরিয়ে ১-০ গোলের জয়ে তিন পয়েন্ট পেয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
গত মৌসুমের লিগ শিরোপা অল্পের জন্য হাত ফসকে গিয়েছিল আর্সেনালের। প্রায় পুরোটা সময় লিগ টেবিলের শীর্ষে থেকেও শেষটা সুন্দর হয়নি গার্নাসদের। এবার লিগটা অবশ্য তারা শুরু করেছে কিছুটা অন্যভাবে। টান দুই জয়ে লিগে আপাতত তিন নম্বরে আছে তারা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে কপাল খুলে আর্সেনালের। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। এডি এনকেটিয়াহকে ফাউল করেন প্যালেস গোলরক্ষক। স্পটকিকে গোল করেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। আর শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
এই ম্যাচ দিয়ে ২৬ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসালেন আর্সেনালের বুকায়ো সাকা। রেকর্ডটা প্রিমিয়ার লিগে গানারদের জার্সিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার। সাকা টানা ৮২তম ম্যাচ খেলেছেন গত রাতে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড ছুঁয়েছেন পল মারসনকে।
১৯৯৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৮২টি ম্যাচ খেলেছিলেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার মারসন। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত এই ক্লাবের হয়ে টানা ৭৮ ম্যাচ খেলেছিলেন গ্যায়েল ক্লিশি। এদিকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি টানা ম্যাচ খেলার রেকর্ড ফ্রাঙ্ক লাম্পার্ডের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০