স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে অভিজ্ঞদের নিয়েই দল ঘোষণা করেছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। বুধবার ঘোষিত দলে গ্রানিত জাকা, জেরদান শাকিরিদের নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন তিনি।
আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে সুইসরা। এই গ্রুপে রয়েছে ব্রাজিল ও সার্বিয়ার মতো শক্তিশালী দল।
বিশ্বকাপ দলের নতুন মুখের একজন আরবি সলজবার্গের গোলরক্ষক ফিলিপ কোহন ও ইয়ং বয়েজের ফ্যাবিয়ান রাইডার। গত দুটি বিশ্বকাপে সুইজারল্যান্ড বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। সবশেষ রাশিয়া আসরের মতো এবারও তাদের গ্রুপে পড়েছে ব্রাজিল ও সার্বিয়া।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: গ্রেগর কোবেল, ইয়ান সোমার, জোনাস ওমলিন ও ফিলিপ কোহন।
ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি, ইরে কমার্ট, নিকো এলভেদি, ফ্যাবিয়ান শার, সিলভান উইডমার, রিকার্ডো রদ্রিগেজ ও এডিমিলসন ফার্নান্দেস।
মিডফিল্ডার: মিশেল এবিশার, জেরদান শাকিরি, রেনাতো স্টেফেন, গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া, ফ্যাবিয়ান ফ্রেই, রেমো ফ্রেলার, নোয়া ওকাফোর, ফ্যাবিয়ান রাইডার ও আরডন জাশারি।
ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো, রুবেন ভার্গাস, জিব্রিল সো, হারিস সেফেরোভিক ও ক্রিশ্চিয়ান ফ্যাসনাখ্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০