স্পোর্টস ডেস্কঃ যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেই বিশ্বকাপ শুরু ও শেষের তারিখ জানা গেছে। একইসাথে টুর্নামেন্টে কতটি ভেন্যুতে খেলা হবে, সেটিও জানিয়েছে এই ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের ৪ জুন শুরু হবে বিশ্বকাপ। আর একই মাসে, ৩০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। ২৭ দিনেই শেষ করা হবে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক এই টুর্নামেন্ট। সব মিলিয়ে ১০টি ভেন্যুতে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারই প্রথম ২০ দলের বিশ্বকাপ আয়োজন করা হবে।
চলতি সপ্তাহেই আইসিসির পরিদর্শক দল যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু ভেন্যু পরিদর্শন করবে। এরপরই ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০ দলের বিশ্বকাপে সরাসরি ১২টি দল নিশ্চিত হয়েছে আগেই। ২ স্বাগতিক দেশ, গেল বিশ্বকাপের সেরা ৮ দল ও র্যাঙ্কিং বিবেচনায় আরও ২ দেশ নিশ্চিত করে সরাসরি খেলা। বাছাই থেকে বাকি ৮টি দল নির্ধারিত হবে। এরই মধ্যে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই উতরে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আর পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাপুয়া নিউ গিনি।
সব মিলিয়ে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে আরও ৫টি দল। এর মধ্যে এশিয়া অঞ্চলের বাছাই থেকে ২টি, আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে ২টি ও আমেরিকা অঞ্চলের বাছাই থেকে ১টি দল জায়গা পাবে মূল পর্বে। সবগুলো দল নিশ্চিত হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বরের মাঝেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা