২৮ বছর আগে আজকের দিনেই বাংলাদেশে শুরু হয়ে ছিলো আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা

    0
    40

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি রকম এক দিন। আজকের এই দিন ঠিক ২৮ বছর আগে বাংলাদেশে শুরু হয়ে ছিলো আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা। এদিন বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়ে ছিলো।

    ১৯৮৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশের মাটিতে প্রথম আয়োজিত হয়েছিল স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ। এশিয়া কাপ টুর্ণামেন্ট দিয়ে সেদিন বাংলাদেশ যেমন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করে ছিলো, সেই সাথে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার স্বাদ পেয়ে ছিলো লাল-সবুজের বাংলাদেশ।

    টাইগারদের ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি সুখর নয়। প্রতিপক্ষ প্রতিবেশি ভারতের কাছে বেশ বড় ব্যবধানেই চট্টগ্রামের মাঠে হারতে হয়ে ছিলো টাইগারদের।

    ১৯৮৮ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায় স্বাগতিক বাংলাদেশ। ২৭ অক্টোবর বাংলাদেশে প্রথম বারের মত শুরু হয়েছিল এশিয়া কাপের সেই আসর।

    সেদিন এশিয়া কাপের শুরুর দিনই হয়েছিল দুটি ম্যাচ। একটি ঢাকায়, অন্যটি চট্টগ্রামে। ঢাকার ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিল পাকিস্তান।

    চট্টগ্রামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। আরেক দিক দিয়ে দেখলে দেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে খেলার অভিজ্ঞতাও হয়েছিল ১৯৮৮ সালের ২৭ অক্টোবর।

    চট্টগ্রাম স্টেডিয়ামের (এখনকার এম এ আজিজ স্টেডিয়াম) সে ম্যাচটিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৯৯ রান ভারত টপকে গিয়েছিল খুব সহজেই (২৬ ওভারেই), মাত্র ১ উইকেট হারিয়ে। সে ম্যাচে ভারতের নভজোৎ সিং সিঁধুর উইকেটটি তুলে নিয়েছিলেন অফ স্পিনার আজহার হোসেন।

    ঢাকার ম্যাচটিতে আগে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১৯৪। সে রান শ্রীলঙ্কা টপকেছিল ৫ উইকেট হারিয়ে, ৩৮.৫ ওভারে। ১৯৮৮ সালের এশিয়া কাপেই ঢাকার মাঠে প্রথম খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২ নভেম্বর অনুষ্ঠিত সে ম্যাচটিতে শ্রীলঙ্কা ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here