২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

0
38

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় সারির পেশাদার ফুটবল লিগ ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৫-১৬ মাঠে গড়াচ্ছে আগামি ২৫ অক্টোবর থেকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৮টি ফুটবল ক্লাব অংশ গ্রহণ করেব দ্বিতীয় সারির এই ফুটবল আসরে।

২৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলেও বাকি ম্যাচগুলো হবে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যেম লিগের টাইটেল স্পন্সর ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়। বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী ও ডেপুটি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম।

আর স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে ছিলেন সিনিয়র এডিশনাল ডিরেক্টর এন্ড হেড অব ডিপার্টমেন্ট এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

অংশগ্রহণকারী দলগুলো হল; টিএন্ডটি ক্লাব মতিঝিল, বাংলাদেশ পুলিশ ফুটবল উপ-পরিষদ, অগ্রণী ব্যাংক লিঃ স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, কারওয়ান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here