স্পোর্টস ডেস্কঃ ২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন দিমুথ করুনারত্নে। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। হাম্বানটোটায় আগামী শুক্র ও রোববার মাঠে গড়াবে দুই দলের প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ ৭ জুন।
দলে ডাক পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো মাথিশা পাথিরানা। ২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই পেসার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে রেখেছে লঙ্কানরা। ৫৮ লিস্ট ‘এ’ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার রান ১ হাজার ১১৪।
অ্যাঙ্কেলের সফল অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার দুশমন্থ চামিরা। গত বছরের জুনের পর ওয়ানডে খেলতে পারেননি তিনি। এদিকে ক্যারিয়ারের ৩৪ ওয়ানডের সবশেষটি ২০২১ সালের মার্চে খেলেন করুনারত্নে, উইন্ডিজের বিপক্ষে। এই সংস্করণে ৬ ফিফটিতে তার রান ৭৬৭।
আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের শ্রীলঙ্কা দলঃ
দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস, পাথুম নিসানকা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমন্থ, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
আফগানিস্তানের ওয়ানডে দলঃ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: গুলবাঁদিন নাইব, শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান আকবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post