৩০০তম গোলের মাইল ফলক স্পর্শ করলেন নেইমার

0
25

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩০০ তম গোল করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফুটবল নক্ষত্র শুক্রবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন। ।

নেইমার তার ক্যারিয়ারের তিন’শ গোলের ১৩৮টি করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় তার গোলের সংখ্যা ৯৫। জাতীয় দল ব্রাজিলের হয়ে করেছেন ৪৯ গোল। অনূর্ধ্ব-১৭ তে তার গোল ১টি। অনূর্ধ্ব ২০-এ গোল ৯টি আর অনূর্ধ্ব ২৩ দলের হয়ে নেইমারের গোলসংখ্যা ৮টি।

ডান পায়ে সর্বোচ্চ ২১১ গোল করেছেন নেইমার। বাম পা থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ গোল। হেডে ১৯ গোল করেছেন বার্সার এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়া বাঁ ব্যাক হিল, বাঁ হাটু এবং বুক দিয়ে করেন আরও ৩ গোল।

বলিভিয়ার জালে গোল করে এদিন আরও একটি রেকর্ডের মালিক হন নেইমার। স্বদেশী কিংবদন্তি ফুটবলার জিকোকেও ছাড়িয়ে যান তিনি। জাতীয় দলের হয়ে বর্তমানে নেইমারের গোলের সংখ্যা ৪৯। এতোদিন ৪৮ গোল নিয়ে একই বিন্দুতে অবস্থান করছিলেন জিকো-নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নেইমারের উপরে আছেন আরও তিনজন। কিংবদন্তি পেলে (৭৭), রোনালদো (৬২) এবং রোমারিও (৫৫)।

বর্তমান বিশ্ব ফুটবলের বিস্ময় তারকা মেসি-রোনালদো। তবে একদিক দিয়ে কিন্তু তাদের চেয়েও এগিয়ে নেইমার। লিওনেল মেসি ৩০০ গোল করতে সময় লেগেছিল ২৫ বছর। আর রোনালদোর লেগেছিল ২৭ বছর। অথচ নেইমার ২৪ বছর বয়সেই গোলের ট্রিপল সেঞ্চুরির মালিক!

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here