৩০ ওভারের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

0
77

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতেও একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তবে সিরিজ পুনরায় সূচি তৈরি করে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে দ্বিতীয় ওয়ানডে নিয়ে আসা হয় ৪ মে, বৃহস্পতিবার। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।

বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হার দেখেছে বাংলাদেশ দল। ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক লঙ্কান মেয়েরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা দল। দলটির পক্ষে ৬০ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৬৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। এছাড়া ৪৮ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৫ রান করে অপরাজিত থাকেন হরষিতা সামারাবিক্রমা। শেষদিকে ২৫ রানের ক্যামিও খেলেন কাভিশা দিলহারি।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট লাভ করেন জাহানারা, সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রানের গতি কমতে থাকে বাংলাদেশের। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে ১২৮ রানে অলআউট হয়ে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৫১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন। ফারজানা হক ২৪ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে একাই ৬ ওভার বল করে ৩৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here