৩০ বল খেলে ২৫ রান করলেন লিটন, বড় জয় সারের

0
76

স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে গতরাতে প্রথম ২০ বল খেলেও বাউন্ডারি হাঁকাতে পারেন নি লিটন দাস। দারুণ শুরু পাওয়া সারে জাগুয়ার্সের সেরা ব্যাটার অ্যালেক্স হেলস। জতিন্দার সিংকে নিয়ে ওপেনিংয়ে নেমে দলকে বেশ ভালো শুরু এনে দেন এই ইংলিশ ওপেনার। তিনে নেমে লিটন খেলেছেন মন্থর ইনিংস। তবে ওমানের ব্যাটার জতিন্দরের ফিফটিতে সারে ২০ ওভারে তোলে ১৬৪।

লিটন ৩০ বলে ২৫ রান করেছেন ১ চার ও ১ ছক্কায়। অবশ্য তাঁর এমন মন্থর ইনিংসে জয় হাতছাড়া হয় নি সারের। মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে ইফতিখার আহমেদের দল জিতে যায় ৫৫ রানে। আগে ব্যাট করতে নেমে হেলস ২১ বল খেলে করেন ৩৯ রান। এছাড়া ৪৫ বলে ৫৭ রান করে আউট হন জতিন্দর।

জবাব দিতে নেমে ক্রিস গেইল, আজম খান, অধিনায়ক শোয়েব মালিক ও জেমস নিশাম ব্যর্থ। ফলে পা হড়কে লক্ষ্য থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যায় মিসিসাগা। স্রেফ ২২ রানে পতন হয় তাদের শেষ ৮ উইকেটের। অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসন ও নেপালের স্পিনার সন্দ্বীপ লামিছানে পান তিনটি করে উইকেট। দুই উইকেট শিকার করেন উইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here