স্পোর্টস ডেস্কঃ অবশেষে ঘোষিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের সূচি। ৩১ মার্চ পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে শুক্রবার আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
১০ দলের আসরে এবার হবে সব মিলিয়ে ৭৪টি ম্যাচ। দুই মাস জুড়ে চলবে টুর্নামেন্ট। করোনার ধাক্কা সামলে তিন বছর পর ফিরতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি দলই এখন খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। সব মিলিয়ে ১২টি স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচগুলো।
আসরে অংশ নিতে যাওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজিকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। গ্রুপ ‘বি’তে আছে গুজরাট লায়ন্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
আগামী ৩১ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়বে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের মতো এখানেই হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা