৩২ জন অপেশাদার ফাইটারকে নিয়ে ফাইটিং প্রতিযোগিতা

0
97

স্পোর্টস ডেস্কঃ আতুর্তো ১.২ ভারতীয় অপেশাদার ফাইটিং এর দ্বিতীয় আসর শুরু করতে যাচ্ছে। গেল আসরের দারুণ সাফল্যের পর এবারের আসরে ৩২ জন অপেশাদার ফাইটারকে যুক্ত করা হয়েছে।

আগামী ২৬ আগস্ট অরুনাচল প্রদেশে রোমাঞ্চকর লড়াই শুরু হবে। এই ইভেন্টটি হিজিও’র সিইও আতুর্তো উদ্ভাবন করেছেন। যিনি কিনা ভারতকে আন্তর্জাতিকভাবে রাশিয়া ও মালয়েশিয়ায় প্রতিনিধিত্ব করেন।

আসরের দিন মূল প্রতিযোগিতা হবে জোউখুম দিলি এবং ফ্রাংকি মোমিনের মধ্যে। এছাড়া প্রদর্শনী ম্যাচে তুলসিদাস লড়বেন ডিও রিমো মাতামের বিপক্ষে।

এই ইভেন্টে চারটি পুরষ্কার তুলে দেওয়া হবে। সেগুলো হলো, ফাইট অফ দ্য নাইট, সাবমিশন অফ দ্য নাইট, নকআউট অব দ্য নাইট এবং পারফর্মেন্স অব দ্য নাইট। প্রতি পুরষ্কারের জন্য ১৫ হাজার অর্থ পুরস্কার ও ফাইট অব দ্য নাইটের জন্য বাড়তি হিসেবে বোনাস থাকবে।

এ প্রসঙ্গে আতুর্তোর সিইও বলেন, ‘আমার মালিকানাধীন সুবিধা এবং জিমের কারণে আমি এটিকে অপেশাদার যোদ্ধাদের জন্য ক্ষেত্র তৈরি করতে পেরেছি। ভারতে প্রচুর এমএমএ প্রতিভা আছে, কিন্তু সেখানে অনেক অপেশাদার প্রতিভাও রয়েছে, যাদের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here