স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল অস্ট্রিয়া। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রাল্ফ রাংনিকের দল। একই সময়ে শুরু আরেক ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ফ্রান্স ১-১ ড্র করায় গ্রুপ সেরাও হয়েছে অস্ট্রিয়া।
দনিয়েল মালেনের আত্মঘাতী গোলে নেদারল্যান্ডস শুরুতেই পিছিয়ে পড়ে। এই টুর্নামেন্টে এটি ৭ম আত্মঘাতী গোল। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে নেদারল্যান্ডস। জাভি সিমনসের পাস থেকে দারুণ গোল করে দলকে সমতায় ফেরান কোডি গাকপো। ৫৯ মিনিটে আবারও এগিয়ে (২-১) অস্ট্রিয়া। এবার রোমান্ড সিমিডের দারুণ হেড খুঁজে পায় গোলের নিশানা।
৭৫ মিনিটে আবারো সমতায় ফেরে নেদারল্যান্ডস। ডি-বক্সের ভেতর থেকে দারুণ ভলি শটে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান মেম্ফিস ডেপায়। এই গোলের রেশ কাটতে না কাটতে ৮০ মিনিটে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। এবার মার্সেল সাবিতজার ডি-বক্সের ডান কোনা থেকে বাঁ পায়ের দারুণ শটে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। আর শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জেতে অস্ট্রিয়ানরা। এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সাত হারের পর জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া। তাদের সবশেষ জয়টি ছিল ১৯৯০ সালে, ভিয়েনায় প্রীতি ম্যাচে ৩-২ গোলে।
এদিকে দারুণ এই জয়ে অস্ট্রিয়া উঠে গেছে গ্রুপ পয়েন্টের শীর্ষে। ৩ ম্যাচে ১ জয় এবং ২ ড্র নিয়ে দুইয়ে ফ্রান্স। ১ জয় এবং ১ ড্র এবং একটি ম্যাচ হেরে তিনে নেদারল্যান্ডস। অস্ট্রিয়ানদের কাছে হেরে একেবারে বাদ না পড়লেও নেদারল্যান্ডসের বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে খানিকটা। তবে এখন পর্যন্ত হওয়া সবগুলো ম্যাচের পরিপ্রেক্ষিতে গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ভালোই আছে দলটির। এদিকে ৩ ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে অস্ট্রিয়ার পয়েন্ট ৬। তারা আছে শীর্ষে। ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে পোল্যান্ড। দলটি বড় তারকা রবার্ত লেভানডফস্কি চোটের কারণে খেলতে পারেন নি আসরের শুরুর দিকে। যদিও আজ তাঁর গোলে ফ্রান্সের বিপক্ষে ১ পয়েন্ট পায় পোলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post