নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয় ছাড়া কেউই ধৈর্য্যের পরীক্ষা দিতে পারলেন না। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেন ছিল অদৃশ্য এক তাড়া। বিশেষ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-নুরুল হাসান সোহানরা অনেকটা টি-টোয়েন্টি মেজাজে চালিয়েছেন ব্যাট। আউটও হয়েছেন অসময়ে। ফলে পুঁজিটাও তেমন বড় করতে পারেনি স্বাগতিক দল।
সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। তাতে দলীয় লক্ষ্য পূরণ হয়নি টাইগারদের। স্কোরবোর্ডে ৩৮০ বা অন্তত ৩৫০ রান তোলার লক্ষ্য ছিল তাদের। যদিও নিউজিল্যান্ডের স্পিনারদের জন্য এমনটি আর হয়নি। তিনশ পার করেই খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে দিনের সেরা ব্যাটার জয় জানিয়েছেন এমনটাই।
৮৬ রানে আউট হওয়া জয় সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান। হয়নি, চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখা। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে ইনশাআল্লাহ কম রানে অলআউট করা সম্ভব।’
জয় আরও বলেন, ‘আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি। সবাই ভালো শুরু পেয়েছিল কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ। বোর্ডে ৩০০ রান আছে। এখন ভালো পজিশনে আছি। ওপেনার হিসেবে প্রতিদিন তো আর সেট হওয়ার সুযোগ আসে না। দুইটা সুযোগই হাতছাড়া করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post