স্পোর্টস ডেস্ক:: চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। আলোক স্বল্পতায় আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি টানেন। ততোক্ষণে ৫১৫ রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৫৮ রান তুলতেই হারিয়েছে চার উইকেট। ৩৫৭ রানের ‘বোঝা’ কাঁধে রেখে দিন শেষ করেছে দলটি। যে বোঝা ভয়ে নিয়ে টেস্ট জিততে হলে রীতিমতো অসাধ্য সাধন করতে হবে, গড়তে হবে একাধিক রেকর্ড। হাতে আছে এখনো পুরো দুই দিনের সঙ্গে মাত্র ছয় উইকেট।
প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে গিল-পন্থের শতকে ভারত ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান।
বিশাল টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ নিজেদের শেষ ইনিংসে দারুণ শুরুও করে। দুই ওপেনার জাকির ও সাদমান ৬২ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন। তবে জাকিরের বিদায়ের পর গল্প বদলাতে থাকে। একে এক সাজঘরে ফিরেন সাদমান, মুমিনুল ও মুশফিকুর রহিমরা। দিন শেষে হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন শান্ত, তার সঙ্গী সাকিব আল হাসান।
বলে ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে দলীয় রানের মাথায় জাকির হাসান ফিরেন প্যাভেলিয়নে। পাঁচ চার ও এক ছক্কায় ৪৭ বলে ৩৩ রান করেন তিনি। আরেক ওপেনার সাদমানও দ্রুত সঙ্গী হন জাকিরের। ২২তম ওভারের তৃতীয় বলে দলীয় ৮৬ রানের মাথায় তিনিও ফিরেন সাজঘরে। তিন চারে খেলেন ৬৮ বলে ৩৫ রানের ইনিংস।
দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন অধিনায়ক শান্ত ও মুমিনুল হক। তবে অধিনায়ককে রেখে দ্রুতই প্যাভেলিয়নে ফেরত যান মুমিনুল। ৩০তম ওভারের শেষ বলে দলীয় ১২৪ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে শান্ত অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন। তবে খুব একটা কাজে লাগেনি। দলীয় রানের কোটা দেড়শো ছোঁয়ার আগেই মুশফিক প্যাভেলিয়নে ফেরত যান। ৩৪তম ওভারের চতুর্থ বলে ১৪৬ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানে বিদায় হন মুশফিক।
দিন শেষে বাংলাদেশ ৩৭.২ ওভারে চার উইকেটে ১৫৮ রান তুলেছে্ পিছিয়ে আছে ৩৫৭ রানের ‘বোঝা’ রেখে দিন শেষ করলো বাংলাদেশ রানে। ৫১ রানে শান্ত ও ৫ রানে সাকিব অপরাজিত আছেন।
ভারতের হয়ে অশ্বিন ৩টি ও বুমরাহ ১টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০