স্পোর্টস ডেস্কঃ কানাডাকে হারিয়ে মরক্কোর ইতিহাস। ৩৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। বৃহস্পতিবার শেষ ষোলোতে পা রাখতে কানাডার বিপক্ষে জিততেই হতো মরক্কোকে। ড্র অথবা হার ফেলে দিবে কঠিন অনিশ্চয়তায়। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই দারুণ খেলা আফ্রিকার দেশটি কানাডার বিপক্ষে জয় পেয়েছে ২-১ গোলে। আর এতেই নিশ্চিত হয়ে গেছে তাদের নকআউট পর্বে খেলার।
দোহার আল থুমামা স্টেডিয়ামে আজকের এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মরক্কোর পয়েন্ট ৭। রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৫। তিন ম্যাচে এক জয়ের সঙ্গে দুই ড্র তাদের। এই গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠা হয়নি বেলজিয়াম ও কানাডার।
তৃতীয় মিনিটেই কানাডার গোলরক্ষক মিলান বোরিয়ান বড় ভুল করে বসেন। সেই ভুলের সুযোগ নিতে ভুল করেননি হাকিম জিয়েশ। বক্সের সামনে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর থেকেই বল জালে জড়ান এই মিডফিল্ডার। ২৫ মিনিটে কানাডার জালে দ্বিতীয় গোল দেয় মরক্কো। এবার দলের অন্যতম সেরা তারকা নৌসাইর গোল করেন। হাকিমির বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন নৌসাইর।
মিনিট পনের পরই এবারের বিশ্বকাপ পেয়ে যায় প্রথম আত্মঘাতি গোল। নায়েফ আগুয়ের্ড ভুল পায়ে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন। তাতে কানাডা পেয়ে যায় প্রথম গোল। যা কাতার বিশ্বকাপের একশতম গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০