৩৭ ওভারের ম্যাচে ১৮৮ রান বাংলাদেশের

0
22
ছবিঃ এএফপি।

স্পোর্টস ডেস্কঃ গোয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সোমবার বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮৮ রানের পুঁজি পেয়েছে টাইগাররা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরুটা ভালো হয় নি তাদের। বৃষ্টি বাধায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। কার্টেল ওভারে ৩৭ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান।

বাংলাদেশ ১৮৮ রান করলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায়  ১৯৭ রান। ইংলিশরাও খেলবে ৩৭ ওভারই। বৃষ্টি নামার আগে বাংলাদেশ ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান তুলে। বৃষ্টির পর খেলা শুরু হতে না হতেই উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে মিরাজের ৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৭৪ রানের ইনিংসে ইংলিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় শান্তর দল।

ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন কেবল তানজিদ তামিম ও মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৮ রানের ইনিংস। তাসকিন আহমেদ শেষদিকে ১২ রানে অপরাজিত ছিলেন। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম কিংবা তাওহীদ হৃদয়দের কেউ দুই অঙ্কের ঘরেও প্রবেশ করতে পারেননি। ইংলিশদের পক্ষে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন রিস টপলি। ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ। ১টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও মার্ক উড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here