স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের সুপার ফোর আগেই নিশ্চিত হয়েছে। শ্রীলঙ্কা-আফগানিস্তানের যে কোনো এক দল সঙ্গী হবে সাকিবদের। সুযোগ আছে দুই দলেরই। শ্রীলঙ্কার করা ২৯১ রান ৩৭.১ ওভারে টপকাতে পারলেই সুপার ফোরে খেলবে আফগানিস্তান। বিদায় হতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে।
সুপার ফোরে খেলতে হলে শ্রীলঙ্কাকে বোলিং করতে হবে ৩৭.১ ওভারের বেশি। অথবা এই রানের মধ্যে জিততে দেওয়া যাবে না আফগানদের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৯১ রান তুলেছে। জবাবে ব্যাট করতে নেমেছে আফগানরা।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের ব্যাটে পেয়ে যায় লড়াকু পূঁজি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯১ রানে থামে দলটি। ইনিংস সর্বোচ্চ রান করা মেন্ডিস ৮৪ বলে ৯২ রান করেছেন। ছয় চার ও তিন ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন ওপেনার পাথুম নিশানঙ্কা। ৩৬ রান এসেছে চারিথ আসলাঙ্কার ব্যাট থেকে। ২৮ রান করে অপরাজিত ছিলেন মহেশ থিকসেনা।
আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ৪টি ও রশিদ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০