স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটির তারকা কানসালো পাড়ি জমালেন সৌদির প্রো লিগের ক্লাব আল হিলালে। সৌদির ধনাঢ্য ক্লাবটি কানসালোকে দলে নিতে খরচ করেছে ৩৮ মিলিয়ন ডলার।
পর্তুগিজ এই তারকাকে আল হিলাল বেতন দেবে বছরে ১৭ মিলিয়ন ডলার। ম্যানসিটিতে গত দুই বছর থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি কানসালোর। কোচ গার্দিওয়ালার পছন্দের ছিলেন না। ফলে সুযোগ মিলেনি একাদশে।
ম্যানসিটি থেকে ধারে শেষ ১৮ মাস খেলেছেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনায়। কোচ সন্তুুষ্ট না থাকায় ক্লাব কর্তৃপক্ষ ধারে পাঠিয়ে দেয় তাকে। তবে সম্প্রতি কানসালোকে দলে চেয়ে ছিলেন গার্দিওয়ালা। তবে তিনি আর থাকছেন না ক্লাবে।
ম্যানচেস্টার সিটি আল হিলালের কাছে এই তারকাকে বিক্রি করে দিয়েছেন। দুই-একদিনের মধ্যে তার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে। বুধবার সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাকের বিপক্ষে আল হিলালের জার্সিতে মাঠে নামতে পারেন কানসালো। নানা আনুষ্ঠানিকতায় সেদিন সম্ভভ না হলে ১৪ সেপ্টেম্বর আল-রিয়াদের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফঠোরডটকম/নিপ্র/ডেস্ক/০০