স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নতুন বাড়ি তৈরি করছেন। প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডুপ্লেক্স বাসা নির্মাণ করছেন তিনি।
যেখানে থাকবে না তেমন রাজকীয় কিছুই। সাধারণ মানের একটি বাড়ি তিনি তৈরি করছেন। তবে আর যাই থাকুক না থাকুক মাশরাফির বাড়িতে থাকছে ছোট্ট মাঠ। যেখানে খেলাধুলা করবে শিশুরা।
নিজের শহর নড়াইলে নিজেদের নতুন বাড়ির নাম দিয়েছেন “মুর্তজা কটেজ”। পুরনো বাড়িটা ভেঙ্গেই ওখানে হবে বাড়িটি।
ডুপ্লেক্স বাড়ির প্রতিটি তলা হবে প্রায় ১২৫০ স্কয়ার ফিট। মূল জমির পরিমাণ ৩ কাঠা। এই বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বর্ণা ইঞ্জিনিয়ারিং নামে এক প্রতিষ্ঠান কে।
দ্বিতীয় তলায় থাকবে একটা মাস্টার বেডরুম, সাথেই বাথরুম।তিনটি বেডরুম
এবং প্রতিটির সাথে অ্যাটাচ বাথরুম, প্রতিটি শোবার ঘরের সাথেই থাকবে বারান্দা। থাকবে একটা ফ্যামিলি লিভিং রুম আর একটা ড্রাই কিচেন।
বাড়ির নিচতলায় থাকবে ড্রইং রুম, ডাইনিং রুম, বড় একটা রান্নাঘর, একটি গেস্ট বেড রুম, একটি কমন বাথরুম, একটা সার্ভেন্ট বেডরুম আর তার সাথে লাগোয়া একটা বাথরুম। বাড়ির সামনে রয়েছে বিশাল উঠোন। এছাড়া দুটি জিপ রাখার ব্যবস্থা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বিডি/০০