স্পোর্টস ডেস্কঃ জুভেন্টাস ছাড়ার পর, জোরেশোরেই আসছিল ইন্টার মিলানে যোগ দেওয়ার নাম। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন পাওলো দিবালা, সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। তবে হুট করে নাটকীয় মোড় নেয় বিষয়টি। ইন্টারের গড়িমসিতে নতুন ক্লাবের নাম ভেসে আসে।
আর সেটি ছিল এস রোমা। নাটকীয়তার অবসান ঘটিয়ে রোমাতেই যোগ দিলেন দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩ বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে নাম লিখিয়েছেন। ২০২৫ সালের জুন পর্যন্ত থাকবেন সেখানে। ফ্রি এজেন্ট হিসেবে দিবালাকে ঢেরায় ভিড়িয়ে চমকই উপহার দিলেন ক্লাবটির তারকা কোচ জোসে মরিনহো।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে প্রতি মৌসুমে ৬ মিলিয়ন ইউরো বেতন পাবেন দিবালা। ইতিমধ্যেই নতুন ক্লাব রোমার সাথে যোগ দিয়েছেন দিবালা। করেছেন অনুশীলনও। নতুন ক্লাবে ২১ নম্বর জার্সি পড়ে মাঠ মাতাবেন তিনি। এই আর্জেন্টাইন তারকা রোমাতে যোগ দিতে পারে বেশ উচ্ছ্বসিত। মরিনহোর সাথে কাজ করতে পারবেন বলে ভালো লাগছে তার।
২৮ বছর বয়সী দিবালা বলেন, ‘আমি এমন দলে যোগ দিচ্ছি, যারা কিনা এগিয়ে যাচ্ছে। ক্লাব হিসেবে ভবিষ্যতের জন্য শক্তি ভিত গড়ে যাচ্ছে। কোচ জোসে মরিনহোর সাথে কাজ করা বিশেষ কিছু হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা