৩ বছর পর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন বেয়ারস্টো

0
0

স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের সিডনি টেস্টে কিছুটা লড়াই করছে ইংল্যান্ড দল। আর সেটা জনি বেয়ারস্টোর ব্যাট দিয়ে। তবে এরপরও সুবিধাজনক অবস্থানে নেই দলটি। এখনও ১৫৮ রানে পিছিয়ে আছে ইংলিশরা। ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বেয়ারস্টো।

সিডনিতে আগের দিনের করা বিনা উইকেটে ১৩ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দিন শেষে দলটির সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ২৫৮ রান। নিজেদের টপ অর্ডারের দৈন্যদশা এই টেস্টেও কাটাতে পারেনি ইংল্যান্ড। দলীয় ৩৬ রানের মধ্যেই প্রথম সারির দলের চার গুরুত্বপূর্ণ ব্যাটার হাসিব, ক্রাউলি, অধিনায়ক রুট ও মালান প্যাভিলিয়নে ফিরে যান।

এরপর ১২৮ রানের জুটি গড়ে দলকে দারুণ এক স্বস্তি এনে দেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। স্টোকসের বিদায়ে ভাঙে সেই জুটি। ৯১ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৬ রানের এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। উইকেটে এসে বেশি সময় টিকতে পারেননি জস বাটলার। পরবর্তীতে ৭২ রানের জুটি গড়েন মার্ক উড ও বেয়ারস্টো। এই জুটি মান বাঁচায় ইংল্যান্ডকে। ৪১ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ওয়ানডেসুলভ ৩৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন উড।

দিনের বাকিটা সময় জ্যাক লিচকে নিয়ে পার করে দেন বেয়ারস্টো। নিজে পূর্ণ করেন দারুণ এক শতক। টেস্ট ক্রিকেটের সপ্তম সেঞ্চুরি দেখেন ডানহাতি এই ব্যাটার। সেটিও আবার ৩ বছরের বেশি সময় পর। সবশেষ ২৩ নভেম্বর ২০১৮ সালে টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। বেয়ারস্টো ১৪০ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আর জ্যাক লিচ অপরাজিত আছেন ৪ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট লাভ করেছেন মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here