৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ে সমতায় ফিরলো পাকিস্তান

0
82

স্পোর্টস ডেস্ক: সিরিজে এগিয়ে যাওয়া নিয়ে দারুণ লড়াই হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তানের। প্রথম ম্যাচ জিতে লিড নেয় সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে পাকিস্তান। বাবর আজমের দলকে তৃতীয় ম্যাচে হারিয়ে সিরিজে আরো লিড নেয় ইংলিশরা।

চতুর্থ ম্যাচে মঈন আলীদেরকে হারিয়ে আবারো লিড নিলো পাকিস্তান। করাচিতে রোববার পাকিস্তান ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে। আগে ব্যাট করা পাকিস্তান ১৬৬ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা ইংল্যান্ড হারিস রউফদের দুর্দান্ত বোলিংয়ে ৪ বল আগে ১৬৩ রানে অলআউট হয়েছে।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের উদ্বোধনী জুটিতে পায় ৯৭ রান। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে বাবরের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। তিন চারে ২৮ বলে ৩৬ রান করেন পাকিস্তান অধিনায়ক।

মোহাম্মদ রিজওয়ান নিজের মতো করেই ব্যাট চালাতে থাকেন। ইনিংসের শেষ ওভারে চতুর্থ উইকেটে তিনি সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেন ৮৮ রান। ৬৭ বলে ঝলমলে এই ইনিংসে নয় চার ও এক ছক্কা হাঁকান তিনি। ১৯ বলে ২১ রান করেন শান মাহমুদ। দুই ছয়ে তিন বলে ১৩ রানে অপরাজিত থাকেন আসিফ আলী।

ইংল্যান্ডের হয়ে রিচি টপলি ২টি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নামা ইংল্যান্ড জয়ের খুব কাছে গিয়ে থেমে যায়। হারিস রউফ ও মোহাম্মদ নেওয়াজদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১৬৩ রানে থামে তাদের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন হ্যারি ব্রুকস। ২৯ বলের ইনিংসে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। পাঁচ চার ও এক ছয়ে ১৭ বলে সমান সংখ্যক রান করেন লিয়াম ডুসন। ২৪ বলে ৩৩ রান করেন বেন ডকেট। তার ইনিংসটিও পাঁচ চারে সাজানো ছিলো।

ইংলিশ অধিনায়ক মঈন আলীর ব্যাট থেকে আসে ২৯ রান। ২০ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ১১ রানর করেন ডেভিড উইলি। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ নেওয়াজ ও হারিস রউফ প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোটৃসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here