স্পোর্টস ডেস্ক:: ইমাদ ইয়াসিম অল্পের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। তার ৯২ রান বৃথা গেছে। আজম খানের ৭২ রানে ৪০৫ রানের ম্যাচ জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান সুপার লিগে দুই ব্যাটারের দিনে বড় রানের ম্যাচ দেখলেন সমর্থকেরা। করাচি কিংসের ২০২ রানের লক্ষ্য মাত্র চার উইকেট হারিয়ে টপকে গেছে ইসলামাবাদ ইউনাইটেড।
পিএসএলে শুক্রবার রাতে আগে ব্যাট করা করাচি কিংস ইমাদ ওয়াসিমের ব্যাটে ৫ উইকেটে ২০১ রান তুলেছিলো। আজম খানের ব্যাটে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে ইসালামাবাদ ইউনাইটেড।
রাওয়াল পিন্ডিতে টস জিতে ব্যাট করতে নামা করাচি কিংস শুরুটা করে অবশ্য উইকেট হারিয়ে। ১২ রানে প্রথম উইকেট হারানো দলটি অর্ধশত পেরুতেই হারায় তিন উইকেট। তাতে অবশ্য দলটির রানের চাকা অচল হয়নি। ইমাদের ৯২ রানের ঝলমলে ইনিংসে ৫ উইকেটে ২০১ রান তুলে দলটি। ১১ চার ও ২ ছক্কায় মাত্র ৫৪ বলে নিজের ইনিংসটি সাজান ইমাদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ইরফান খান। ২০ রান আসে অ্যাডাম রসিংটনের ব্যাট থেকে।
ইসলামাদের হয়ে টম কুরান ২টি উইকেট নেন।
২০২ রানের লক্ষ্য খেলতে নামা ইসলামাবাদ আজম খান ও ফাহিম আশরাফের ব্যাটে চার বল হাতে রেখে চার উইকেট হারিয়ে ২০৫ রান তুলে। ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আজম। ৪১ বলের ইনিংস সাজিয়েছেন আট চার ও চার ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন রানআউট হওয়া ফাহিম আশরাফ। ৩৪ রান এসেছে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে।
মোহাম্মদ আমির ও তাবরিজ শামসিরা ১টি করে উইকেট লাভ করেন।
ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলে তিনে ইসলামাবাদ ইউনাইটেড। আট ম্যাচের দুই জয়ে পাঁচে করাচি কিংসরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post