নিজস্ব প্রতিবেদকঃ বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। বুধবার সিলেটে আগে ব্যাট করে ২৫৫ রান করেছে আইরিশরা। বৃষ্টির জন্য ঘণ্টাখানেক বেশি সময় দেরিতে শুরু হওয়া ম্যাচের স্থায়িত্ব ছিল ৪৩ ওভারের। টস পর্ব শেষে খেলা শুরু হওয়ার পর আবার হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে দারুণ ব্যাটিং করেছেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ঝড়ো ব্যাটিং করেছেন কার্টিস ক্যাম্ফার। মাত্র ৪৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। গ্যারেথ ডেলানি ২৫ বলে ৩৬ রান করেন। বিসিবি একাদশের হয়ে রেজাউর রহমান রাজা ২টি, সৌম্য সরকার ও রিশাদ হোসেন নিয়েছেন ১টি করে উইকেট।
৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন স্টার্লিং। ক্যাম্ফারের ৪৯ বলের ইনিংসে ছিল ৪ ছক্কা ও ৭ চার। এছাড়া ডেলানির ইনিংসে ছিল ৪টি চার ও ২ ছক্কার মার। ৩২ বলে ৩০ রান করা স্টিফেন ডোহানি হাঁকান ৫টি চার। দুই অঙ্কের ঘরে স্কোর করতে পারেন নি হ্যারি টেকটর ও জর্জ ডকরেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post