স্পোর্টস ডেস্ক:: পিএসজির সঙ্গে বনিবনা হচ্ছে না চুক্ত নিয়ে। তার ওপর সৌদীর একটি ক্লাব ৪০ কোটি ডলারের অফার করেছে। লারিয়াঁর বিপক্ষে হারের পর মেসিও ছুটলেন সৌদী আরবে। সব মিলিয়ে ক্লাব ফুটবলে বইছে নানা গুঞ্জন।
গত রাতেই ফরাসি লিগে লারিয়াঁর বিপক্ষে পিএসজি হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। সমর্থকদের দুয়োর মুখে মাঠ ছেড়ে ছিলেন মেসি-এমবাপেরা। এরপরই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক গেছেন সৌদী সফরে। যদিও আনুষ্ঠানিক ভাবে বলা হচ্ছে মেসি সৌদী আরবের পর্যটন মন্ত্রণালয়ের শুভেচ্ছা দূত। পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণেই সফরে গেছেন।
কিন্তুু সৌদীর প্রো লিগের ক্লাব আল হিলাল যে আর্জেন্টাইন তারকাকে ৪০ কোটি ডলার প্রস্তাব দিয়ে রেখেছে। এই লোভনীয় অফার মাথায় নিয়েই সৌদী গেলেন মেসি। হিলালের কর্মকর্তারা আর্জেন্টাইন জাদুকরের সাথে সরাসরি সাক্ষাতে আলাপ সারতে এই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবেন না।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। ক্লাবটি আগে জানিয়ে ছিলো, বিশ্বকাপের পরপরই তারা এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন করবে। কিন্তুু জানা যাচ্ছেন, বেতন বাড়ানোর দাবি করা হয়েছিলো মেসির পক্ষ থেকে। কিন্তুু ক্লাব রাজি হয়নি। তাই দুই পক্ষের চুক্তি স্বাক্ষরও হয়নি।
যার কারণে মেসি পিএসজি ছাড়তে পারেন। তার ফেরার অপেক্ষায় আছেন বার্সা সমর্থকেরাও। গুঞ্জন হয়ে ক্যাম্প ন্যু আবার ফেরাতে চায় তাকে। এরই মধ্যে আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে। সব মিলিয়ে মেসির আগামির ভবিষ্যত কোথায় হচ্ছে সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। অবশ্য ৩০ জুনের পরই জানা যাবে আসলে কোথায় যাচ্ছেন এই তারকা।
এক দিন আগেই মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন সৌদী আরবের। তার পরও আবার সৌদী সফরে তাই অনেকেই তার ভবিষ্যত দেখছেন প্রো লিগে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সৌদীর পর্যটন দূত হিসেবেই মেসি সফরে গেছেন।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বিশ্বকাপ জয়ী অধিনায়কের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট পোস্ট তিনি লিখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত লিওনেল মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো এখানে ছুটি কাটাতে আসায় স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রকৃত অভ্যর্থনায় তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’
মেসি যদি পিএসজি ছাড়তে চান, তবে সবচেয়ে লোভনীয় অফার অপেক্ষা করছে সৌদী প্রো লিগে। সৌদীর ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। লোভনীয়, অকল্পনীয় এই প্রস্তাবে তিনি রাজি হলে বর্তমান বেতনের চেয়ে কয়েকগুণ বেশি বেতন পাবেন।
ক্রীড়া বিশ্বে সর্বোচ্চ দামি ক্রীড়িবাদের স্থানটিও নিবেনে মেসি। তবে তিনি রাজি হন কিনা, সৌদীতে যাবেন কিনা সেটিই বড় প্রশ্ন। ক্যারিয়ারের পড়ন্ত বেলা ইউরোপের কাটাতে চান সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
সৌদীর প্রো লিগে খেলনে ক্রিস্টিয়ানো রোনালদো। দেশটির ক্লাব আল নসর ২০ কোটি ডলার পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে পর্তুগিজ সুপার স্টারকে। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ দামি ক্রীড়াবিদ। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদীতে ভালো সময় কাটাচ্ছেন সিআর সেভেন।
রোনালদোর সঙ্গে প্রো লিগে মেসিকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বজয়ী অধিনায়ককে পেতে কোটি কোটি ডলার নিয়ে বসে আছে আল হিলাল। মেসি জানিয়েছেন, পিএসজিতে রাখতে হলে তার বেতন বাড়াতে হবে। মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি ক্লাবের সঙ্গে দেনদরবার করছেন। তার মতে, ছেলে মেসি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো। ফলে তার বেতন বাড়াটা এখন স্বাভাবিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post