৪০ শতাংশ বেতন কমিয়ে বার্সাতেই থেকে গেলেন ডেম্বেলে

0
22

স্পোর্টস ডেস্কঃ অনেক জলঘোলার পর অবশেষে বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিলেন উসমান ডেম্বেলে। বেতন কমিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। ২০২৪ সাল পর্যন্ত বার্সাতেই থাকবেন তিনি।

নতুন করে দুই বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তি করছেন ডেম্বেলে। সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২৪ সালের জুনে। এছাড়া গণমাধ্যমের তথ্যমতে, আগের থেকে ৪০ শতাংশ কম বেতনও নেবেন এই ফরাসি ফরোয়ার্ড। এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন না করলেও, খুব শীঘ্রই সেটা হতে যাচ্ছে।

এবছরের জুনেই শেষ হয়ে গেছে ডেম্বেলের সাথে বার্সার চুক্তির মেয়াদ। যার ফলে ফ্রি এজেন্ট হয়ে পড়েন। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মাঝে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছিল। বার্সা এই ফুটবলারকে রাখতে চাইছিল নিজেদের ঢেরায়। তবে ক্লাবের আর্থিক দিক বিবেচনায় নিয়ে বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু সেটাতে রাজি হচ্ছিলেন না ডেম্বেলে। দুই পক্ষের সম্পর্কে ফাটলও ধরেছিল। এমনকি ক্লাব ছাড়ারও ইঙ্গিত মিলছিল। গেল মৌসুমে একাদশেও জায়গা নিয়ে টান পড়েছিল। যদিও পরিস্থিতি উন্নতি হয় ধীরে ধীরে। তবে এবার সবকিছুর সমাপ্তি হয়েছে। কাতালানদের ঢেরাতেই থেকে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলে ৩২ গোল আর ৩৪ এসিস্ট করেন ডেম্বেলে। পাঁচ বছরের ক্যারিয়ারে অনেকটা সময় ইনজুরিতেই কেটেছে এই ফুটবলারের। গেল মৌসুমে ৩২ ম্যাচ খেলে ২ গোল আর ১৩ এসিস্ট করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here