নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির বাঁধা শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মিলেছে সুখবর। ব্যাট করার সু্যোগ পেয়েছে বাংলাদেশ দল। তবে নারীদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগ্রেসদের কঠিন পরীক্ষায়ই দিতে হচ্ছে।
৭ ওভারে বাংলাদেশের সামলে লক্ষ্য ৪১ রান। বৃষ্টির বাঁধা আসায়, ডিএল মেথডে গেছে ম্যাচে। বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং লক্ষ্য। জিততে হলে সেই চ্যালেঞ্জের বিপক্ষে লড়তে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।
বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসের বাকি ছিল তখন মাত্র ১১ বল। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ছিল ১৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৩ রান।
দলের পক্ষে ৩১ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত ছিলেন নীলাক্ষি ডি সিলভা। এছাড়া ওপেনার হরষিতা সামারাবিক্রমা ৩১ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৪ রানে ২টি উইকেট শিকার করেছেন রুমানা আহমেদ। ১টি করে উইকেট লাভ করেন জাহানারা, মেঘলা ও ফাহিমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা