স্পোর্টস ডেস্ক:: বয়সের কোটা চল্লিশ পেরিয়েছে বহু আগেই। মহেন্দ্র সিং ধোনীর ৪৩ পেরিয়ে ৪৪ ছুঁই ছুঁই। বুড়ো বয়সেই আইপিএল খেলছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৮তম আসরেও দেখা যাবে ভারতের ক্যাপ্টেনকুল খ্যাত এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দীর্ঘ দিন পরও ধোনী খেলে যাচ্ছেন ক্রিকেট।
জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে ধোনী খেলছেন না। একমাত্র টুর্নামেন্ট হিসেবে আইপিএল খেলছেন তিনি। এই বুড়ো বয়সে কেন? কীসের জন্য আইপিএল খেলে যাচ্ছেন ধােনী সেই প্রম্নের উত্তর খুঁজছেন সমর্থকেরা। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং অবশ্য এই প্রশ্নের সামাধান দিয়েছেন। ধোনী কেন এখনো আইপিএল খেলছেন এর কারণ জানিয়েছেন এই ক্রিকেটার।
দেখতে দেখতে ধোনী পেশাদার ক্রিকেটে আড়াই দশক পেরিয়েছেন। ২০০০ সালের জানুয়ারিতে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে সিনিয়র নাম লেখানোর পর আর পেছনে ফিরে থাকাতে হয়নি। ২৫ বছর থেকে পেশাদার ক্রিকেট খেলে চলছেন তিনি। আইপিএলের গত আসরেও ব্যাট হাতে দারুণ ছিলেন। ১১ ইনিংসে করেছেন ১৬১ রান সংগ্রহ করেন। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য, ২২০.৫৪ এবং ব্যাটিং গড় ৫৩.৬৬ করে।
ব্যাট হাতে ধোনী গ্লাভস হাতে উইকেটের পেছনে সমান দক্ষ। আইপিএলে তাই তার ঠান্ডা মাথার কিপিং আর ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন সমর্থকেরা। আজ থেকে শুরু হতে যাওয়া ধোনী খেলবেন তার পুরনো দলের হয়েই। শুরু থেকেই এক দলেই খেলছেন তিনি। ধোনির আইপিএল খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে হরভজন বলেন, ‘সম্প্রতি একটি বিয়েবাড়িতে ধোনির সঙ্গে আমার দেখা হয়। তাকে খুব ফিট এবং তরতাজা দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করি যে, তুমি যা করছ, সেটা নিতান্ত কঠিন নয় কি? সে বলে, এটা নিঃসন্দেহে কঠিন, তবে এটাই একমাত্র জিনিস যা আমি করতে পছন্দ করি। আমি এটা উপভোগ করি। বিকেলে ৪টা বা ৫টা বাজলেই আমি খেলতে যেতে চাই এবং আমি এটা সত্যিই করতে চাই।’
তিনি আরো বলেন, ‘মাঝে কোনও টুর্নামেন্ট না খেলে আইপিএলে মাঠে নামা কঠিন। কিন্তু ধোনি দেখিয়েছে কিভাবে এটা করা যায়। নিশ্চিত সে বাকিদের থেকেও ভালো কিছু করে। সে শুধু টিকে নেই, বরং সব বোলারদের বিরুদ্ধে দাপট দেখায়। আইপিএলের ২-৩ মাস আগে থেকে অনুশীলনে প্রচুর বল খেলে ধোনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০