স্পোর্টস ডেস্কঃ ফাইনালে যাওয়ার লড়াইয়ে এশিয়া কাপের সুপার ফোরে মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যারাই জিতবে, তারাই ভারতের সাথে ফাইনাল খেলবে। তবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বেরসিক বৃষ্টির কবলে পড়েছে এই ম্যাচ। নির্ধারিত সময়ের অনেক পড়ে শুরু হয়েছে সেটি। ম্যাচও কার্টেল ওভারে গড়িয়েছে। ৪৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন।
যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সবশেষ সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান। অধিনায়ক বাবর আজম ১৮ ও আব্দুল্লাহ শফিক ১৬ রানে ব্যাট করছেন। ইনিংস বড় করতে পারেননি ফখর জামান। দলীয় ৯ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন এই বাঁহাতি ওপেনার।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথে ওয়েলালাগে, প্রমোদ মধুশন, মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post