স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটির তারকা গ্যাব্রিয়েল জেসুস ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিলেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গানারদের ৯ নম্বর জার্সি পরবেন। সোমবার এক বিবৃতিতে জেসুসের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।
২০১৭ সালে ব্রাজিলিয়ান পালমেইরাস থেকে সিটিতে পাড়ি জমান জেসুস। তবে সিটি বস পেপ গার্দিওয়ালার অধীনে কখনই একাদশে নিয়মিত হতে পারেননি এই ব্রাজিলিয়ান। এছাড়া চলতি মৌসুমে ডর্টমুন্ড থেকে আর্নিং হাল্যান্ডকে দলে আসায় জেসুসের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও যে কম, তা এক রকম নিশ্চিত করেই বলা যায়।
সিটির হয়ে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচে ৯৫টি গোল করেছেন জেসুস। এবার গানাররা আশা করছে তাকে নিয়ে অনেক দূর যাওয়ার। মূলত হলান্ডকে সিটি কেনার পর থেকেই বাড়ছিল জেসুসের দল ছাড়ার গুঞ্জন। সেসবকে সত্যি প্রমাণিত করে তিনি যোগ দিলেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনালে। ‘দীর্ঘমেয়াদি চুক্তিতে’ তাকে দলে টেনেছে লন্ডনের ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০