স্পোর্টস ডেস্ক::স্কোর দেখে মনে হতে পারে ওয়ানডে ম্যাচ। তবে সেটি নয়। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এমন রান উৎসব করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দলের ৪৩১ রানের ম্যাচটি অবশ্য জিতেছে অজিরা।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতে ১-০ ব্যবধানে লিড নিয়েছে মিচেল স্যান্টনারের দল।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রের ব্যাটে চড়ে তিন উইকেটে ২১৫ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করছেন রাচিন রবীন্দ্র। ৩৫ বলের ইনিংস সাজিয়েছেন ছয় চার ও দুই ছয়ে।
আরেক হাফ সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে করেছেন ৬৩ রান। দুই ছয় ও পাঁচ চারে ৩৬ বলে সাজিয়েছেন নিজের ইনিংসটি। ৩২ রান করেছেন ফিন অ্যালিন। ১৯ রানে ফিলিপস ও১৮ রানে চ্যাম্পম্যান অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মিচেল মার্শ ১টি করে উইকেট লাভ করেন।
২১৬ রানের টার্গেটে খেলতে নামা অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের দুর্দান্ত ব্যাটে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বসে। ৪৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্শ। সাত ছক্কার ইনিংসে চার ছিলো দু’টি।
এছাড়া ৩২ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ২৫ রান করেছেন ফিলিপস। ৩১ রানে অপরাজিত ছিলেন টিম ডেভিড।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post