নিজস্ব প্রতিবেদক:: শেষ পর্যন্ত ইনিংষ ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য বাংলাদেশকে ৪৬১ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা। তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমেছে সাইফ হাসানের দল।
২৪০ রানের লিড নিয়েও বাংলাদেশকে ফলোঅন করায়নি জশুয়া ডি সিলভার দল। নিজেদের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষণা করে দলটি। তাতে তাদের লিড দাঁড়ায় ৪৬০ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৪৬১ রান। ম্যাচ বাঁচাতে হলে তৃতীয় দিনের শেষ বিকেল এবং চতুর্থ দিন পুরোটা সময় ব্যাট করতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা উইন্ডিজরা ৫৫.২ ওভারে ৫ উইকেটে ২২০ রান তুলেছে। সাত চার ও এক ছক্কায় ১৬৫ বলে ৮৩ রান করেছেন তেজনারায়ণ চন্দরপল। ৪৭ রান করেছেন অধিনায়ক জশুয়া ডি সিলভা। ২৭ রান করেন অ্যালিক স্টিভেন। ২৮ রানে অপরাজিত থাকেন টেভিন।
বাংলাদেশের হয়ে সাইফ ৩টি ও নাসুম ২টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ ‘এ’ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ৪৬১ রানের টার্গেটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাইফ হাসানদের সংগ্রহ ৬ ওভারে ২৫ রান। মাহমুদুল হাসান জয় ২৩ রানে ও জাকির হাসান ২ রানে অপরাজিত আছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বাজে ব্যাটিং প্রদর্শন করলো বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের ব্যাটারদের চেয়েও বেশি রান করেছেন স্পিনার নাসুম। ইনিংস সর্বোচ্চ রান করেও অপরাজিত তিনি। অথচ তার সমান রানও তুলতে পারেননি নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হক, সাইফ হাসানরা।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৪৫ রানের বোঝা কাঁধে নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ২০৫ রানে। ২০৫ রানের লিড নেওয়া উইন্ডিজদের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅনে পাঠিয়ে আবারো ব্যাটিং করানো। সফরকারী অধিনায়ক জশুয়া ডি সিলভা সে পথে হাঁটেননি। যেনো ব্যাটিং অনুশীলনে নেমে যান নিজেরা।
ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে মাত্র ৫৪ ওভার। ইনিংস সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত ছিলেন নাসুম আহমদ। ৫৮ বলের ইনিংসে এই স্পিনার বাউন্ডারি হাঁকিয়েছেন ৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান অধিনায়ক সাইফ হাসানের। ৬৮ বলের ইনিংসে ছিলো চার চার ও এক ছক্কা। পাঁচ চারে ৫৭ বলে ২৯ রান করেছেন জাকির হাসান। ৩৭ বলে ২৮ রান করেছেন নুরুল হাসান। চার চার ও এক ছক্কা ছিলো তার ইনিংসে। ৮ বলে ৫ রান করেছেন মুমিনুল। ১০ বলে ৯ রান ইয়াসির আলী রাব্বির।
উইন্ডিজের হয়ে পারমেল ৩টি, কেভিন ও ফিলিপস ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে উইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৫ হাফ সেঞ্চুরিতে ৪৪৫ রান তুলে। ৮৩ রান করেন তেজ নারায়ণ চন্দরপল। নয় চারের সঙ্গে এক ছক্কায় ১৬০ বলে সাজান নিজের ইনিংসটি। ৮২ রান আসে অধিনায়ক জশুয়া ডি সিলভার ব্যাট থেকে। বার চার আর দুই ছক্কার মারছিলো ৯৪ বলের ইনিংসে। সাত চার ও দুই ছক্কায় ৬৬ বলে ৫৯ রান করেছেন অ্যালিসক। ছয় চার ও এক ছয়ে ৯৩ বলে ৫৬ রান করেছেন রেম্যান রেফিয়ার।
বাংলাদেশের হয়ে নাসুম ৫টি, শরিফুল ও মুশফিক ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post