নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে মুখোমুখি লড়ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপা ধরে রাখার মিশনে থাকা শেখ জামাল আগে ব্যাট করে ২৫৯ রানের পুঁজি পেয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে ৪৭ ওভারে। মোহামেডানের সামনে তাই ২৬০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে ধীর গতির করলেও, ধীরে ধীরে রানের চাকা বাড়তে থাকে শেখ জামালের। শেষ পর্যন্ত ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রানের বড় পুঁজি পায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। টপ অর্ডারে নেমে এই বাঁহাতি ৮৬ বলের ইনিংসে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কা হাঁকান।
অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেন ৭০ রানের ঝড়ো ইনিংস। ৬০ বলের ইনিংসে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কা হাঁকান। এছাড়া ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার সৈকত আলি। ৭০ বলের ইনিংসে ২টি করে চার ও ছয় হাঁকিয়েছেন তিনি। আরেক ওপেনার সাইফ হাসান ২৫ রানের ইনিংস খেলেন।
মোহামেডানের হয়ে দলের বিদেশি কামিন্দু মেন্ডিস ২টি উইকেট ও সৌম্য সরকার ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post