স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৭ মিনিটে আলির গোলে স্বাগতিক শিবিরে উল্লাস। ড্র করলে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়া নিশ্চিত তার উপর শুরুতেই গোল। এই পরিস্থিতিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা স্বাগতিক আরব আমিরাতের। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। তবে জয় নয় ড্র করে।
৭ মিনিটে আমিরাতের গোলের বিপরিতে ৪১ মিনিটে সমতায় ফিরে থাইল্যান্ড থিথিপানের গোলে। ৯০ মিনিটের ম্যাচ শেষে স্বাগতিক দলের সঙ্গি হয়ে শেষ ১৬’তে পৌঁছেছে থাইল্যান্ড।
৪৭ বছর পর এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো ‘যুদ্ধ হাতি’ খ্যাত থাইল্যান্ড। সবশেষ ১৯৭২ সালে এশিয়ান কাপের গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে যায় দলটি। সেবার সেমিফাইনালে প্রজাতন্ত্র কোরিয়ার কাছে ট্রাই-বেকারে হারতে হয় দলটিকে।
১৯৭২ সালের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে থাইরা। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে ১-০ গোলে পরাজিত করে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১০৪