স্পোর্টস ডেস্কঃ লা লিগায় সবশেষ রাউন্ডে অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। গত রোববার রাতে ওসমান দেম্বেলে নিজে একটি আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল, এই চার গোলেই প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এই জয়ের পরে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সা। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে বার্সা অধিনায়ক সার্জিও বুস্কেটস বলেন, ‘আমরা শক্ত অবস্থানে থেকেই ম্যাচ শেষ করেছি। আমরা জানতাম তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তাদের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। ম্যাচের মাঝপথে আমরা আরো বেশী আগ্রাসী হয়ে খেলতে থাকি এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগাই। আমি নিশ্চিত এই পারফরমেন্সে জাভি খুশী হয়েছেন। আমাদের লক্ষ্যই থাকে ম্যাচে জয়ী হওয়া। আর সেটা অবশ্যই ভাল খেলার মাধ্যমে। এর মাধ্যমে দলের মানও প্রমানিত হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০