স্পোর্টস ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ব্যাঙ্গালোর জিতেছে ৮ উইকেটে। আইপিএল ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন ফাফ ডু প্লেসি।
রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৬ রান করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে কোহলি-ডু প্লেসির ব্যাটে দারুণ শুরু পায় ব্যাঙ্গালোর। শুরু থেকেই দারুণ খেলতে থাকা কোহলি দেখা পান চার বছর পর আইপিএল সেঞ্চুরি। ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
সেঞ্চুরির দেখা পেতে কোহলির ব্যাট থেকে আসে ১২ চার ও ৪ ছক্কা। মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার শেষমেশ ৬৩ বলে ১০০ রান করেন মাঠ ছাড়েন। এই সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন তিনি। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় সবার শীর্ষে ক্রিস গেইল। এবার ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে স্পর্শ করলেন কোহলি।
আইপিএলে এখন ৬টি করে সেঞ্চুরির তালিকায় কোহলির নাম। যে তালিকায় আগে থেকেই নাম ছিল গেইলের। পাঁচ সেঞ্চুরিতে তিন নম্বরে আছেন জস বাটলার। ব্যাঙ্গালোরের জার্সিতে ২০০৮ থেকে আইপিএল খেলা কোহলি প্রথম সেঞ্চুরি পান ২০১৬ আসরে। সেবার সেঞ্চুরি করেন ৪টি! ১৬ ম্যাচে সেবার তার ৯৭৩ রান আইপিএলে এক আসরে এখনও রেকর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০