৪ ভেন্যুতে হবে সুপার লিগ

0
77

নিজস্ব প্রতিবেদকঃ ডিপিএলের সুপার লিগ শুরু হবে আগামী পহেলা মে। মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদের পর ছয় দল মাঠে নামবে সুপার লিগের লড়াইয়ে। খেলা হবে ৪ ভেন্যুতে।

সিসিডিএম চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে আমরা আজকে সবার সঙ্গে বসেছিলাম। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হলো পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারনে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। এছাড়া ক্লাবগুলোরও চাওয়া ছিল ঈদের পর একটা বিরতি যেন পায়।’

সুপার লিগের ভেন্যু প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, ‘খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটায় শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে’র হিসেবটা ঠিক থাকবে।’

সুপার লিগ নিশ্চিত করা আবাহনী ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে তিনে রূপগঞ্জ, চারে প্রাইম ব্যাংক (১৪), পাঁচে মোহামেডান (১৩) ও ছয়ে আছে গাজী গ্রুপ (১১)। গতবারের সুপার লিগ থেকে এবার বাদ পড়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। সোমবার তিনটি ভেন্যুতে প্রাথমিক রাউন্ডের সবগুলো ম্যাচ শেষ হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here