নিজস্ব প্রতিবেদক:: গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের কাছে ৪-০ গোলে হেরেছিলো দলটি। ফাইনালে আবার তাদেরকে প্রতিপক্ষ হিসিবে পেয়ে পুরনো হিসেব মিলিয়ে নিলো তারা। গ্রুপ পর্বের প্রতিশোধ নিলো ফাইনালের বড় মঞ্চে, বাংলাদেশের সেরা স্কুল দল হয়েই। বাফুফের জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। তাদের প্রতিপক্ষ ছিলো যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়।
স্কুল ফুটবলের জাতীয় পর্যায়ের গ্রুপ পর্বের ম্যাচে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে হারিয়ে ছিলো নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজকে। ফাইনালে বেনাপোলের স্কুলটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারির স্কুলটি।
বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটবলের ফাইনাল হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলই দারুণ খেলেছে। তবে রানার্সআপ বেনাপোলের কিশোররা একের পর এক সুযোগ মিস করেছে। ফলে চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের। বিপরীতে একটি সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে গোল আদায় করে নীলফামারির দলটি। ম্যাচের দশম মিনিটেই গোল সূচক জয়ের দেখা পেয়ে যায় দলটি। বাকীটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর গোলের দেখা মিলেনি।
চ্যাম্পিয়ন হওয়া নীলফামারির ছমির উদ্দিন স্কুল দল এবারই প্রথম ফাইনাল খেলেছে। প্রথমবারেই দলটি বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এর আগে তিনবার সেমিফাইনাল খেললেও প্রতিবার সেখানেই থেমে যেতে হয়েছিলো। ফাইনাল সেরা খেলোয়াড় হয়েনে চ্যাম্পিয়ন দলের জিলকত হোসাইন।
জাতীয় স্কুল ফুটবলের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ দলের অধিনায়ক সাইদুর রহমান রাহুল। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নাইম ইসলাম। টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে নোয়ালীর অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গোলরক্ষক সৌরভ সরকারের হাতে। ফেয়ার প্লে ট্রফি উঠেছে হবিগঞ্জের আলি ইদ্রিস স্কুলের হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০