৫শ তম ঐতিহাসিক টেস্টটি জিতে নিলো ভারত

0
19

স্পোর্টস ডেস্ক: নিজেদের ক্রিকেট ইতিহাসের ৫শ তম ঐতিহাসিক টেস্টটি জিতে নিয়েছে ভারত।  ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ গোল গেল।

প্রথম ইনিংসে ভারত ৩শ১৮  রান করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২শ৬২ রান করে। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩শ৭৭ রান করে। জবাবে নিউজিল্যান্ড ২শ ৩৬ রান করে।

কানপুরে ৪৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৬-এ গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। চার উইকেটে ৯৩ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং নামে কিউইরা। এ জুটিতেই সর্বোচ্চ ১০২ রান যোগ করেন লুক রনকি (৮০) ও মিচেল স্যান্টনার (৭১)। আর কেউই দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে অাসে ২৫।

প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটসম্যানদের আরো কোণঠাসা করে রাখেন রবিচন্দ্রন অশ্বিন। একাই তুলে নেন ছয়টি উইকেট। আর প্রথম ইনিংসের সর্বোচ্চ উইকেটশিকারি (৫) রবিন্দ্র জাদেজাকে একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মোহাম্মদ শামি নেন দু’টি। রান আউটের ফাঁদে পড়েন রস টেইলর (১৭)।

৩০ সেপ্টেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here