৫শ তম টেস্টের নিয়ন্ত্রণে ভারত

0
24

স্পোর্টস ডেস্ক: ভারত নিজেদের টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক ৫শ তম টেস্টের নিয়ন্ত্রণ অবশেষে নিজেদের হাতেই নিয়েছে। টেস্টের প্রথম ইনিংসে বিপাকে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২শ১৫ রানের লিড ভারতের। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে ১৫৯। মুরালি বিজয় ৬৪ ও চেতশ্বর পুজারা ৫০ রানে অপরাজিত আছেন। লেগস্পিনার ইশ শোধির বলে রস টেইলরের ক্যাচে পরিণত হন ওপেনার লোকেশ রাহুল (৩৮)।

পার্কে ভারতের ৩১৮ রানের জবাবে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানেই ছিল সফরকারীরা। কিন্তু এক উইকেটে ১৫২ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে কিউরা। অশ্বিন-জাদেজার স্পিন ঘূর্ণিতে ২৬৩ রানে গুটিয়ে যায় ব্লাক ক্যাপসদের ইনিংস।

সর্বোচ্চ ৭৫ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। মার্টিন গাপটিল ২১, টম লাথাম ৫৮, লুক রনকি ৩৮, মিচেল স্যান্টনার ৩২ ও বিজে ওয়াটলিং ২১ রান করে আউট হন। একাই পাঁচটি উইকেট দখল করেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও বাকি উইকেটটি নেন পেসার উমেশ যাদব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here