৫শ তম টেস্টে বিপাকে ভারত

0
25

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলীদের ভারত ক্রিকেট ইতিহাসে ৫শ তম টেস্ট ম্যাচ খেলছে। বিরাট কোহলির নেতৃত্বে কানপুরের গ্রিন পার্কে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে নিজিদের ৫শ তম ম্যাচটিতে আগে ব্যাট করে তেমন সুবিধা করতে পারেনি। অনেকটা বিপাকে পড়েছে দলটি।

প্রথম টেস্টের প্রথম দিন স্বাগতিক টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৯১ রান। সকালের শুরুটা শুভ করলেও লাঞ্চের পর খেই হারিয়ে ফেলে বিরাট কোহলির দল।

স্বাগতিক ভারতের ওপেনার লোকেশ রাহুল ৩২ রান ও বিজয় করেন ৬৫ রান। পুজারার ব্যাট থেকে আসে ৬২ রান। দলীয় ১৫৪ রানের মাথায় ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

স্বাগতিকদের অধিনাযক বিরাট কোহলি ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ১৮ রান। আর রোহিত শর্মা করেন ৩৫ রান। অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে আসে আরও ৪০ রান।

দিন শেষে ১৬ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা এবং ৮ রানে অপরাজিত আছেন উমেস যাদব।

সফরকারী কিউইদের হয়ে তিনটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনার। এছাড়া একটি করে উইকেট নেন ওয়াগনার, ক্রেইগ আর ইশ সোধি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here