Home ফুটবল ক্লাব ফুটবল ৫০০ কোটি পাউন্ডে ম্যানইউ কিনতে চান কাতারি ধনকুবের

৫০০ কোটি পাউন্ডে ম্যানইউ কিনতে চান কাতারি ধনকুবের

0
90

স্পোর্টস ডেস্ক:: তিনি কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। কাতারি এই ধনকুবর কিনতে চান ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০০ কোটি পাউন্ডের প্রস্তাবও দিয়েছেন ম্যানইউ মালিক পক্ষকে। তিনি কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ আল থানি।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের অবশ্য ক্লাবের জন্য ৬০০ কোটি পাউন্ড দাম হাঁকিয়েছেন। গত বছর তারা ক্লাব বিক্রির দরপত্র দিয়ে ছিলেন। এরপর অনেক ধনাঢ্য ক্লাবটি কেনার আগ্রহ দেখিয়েছেন। তবে শেখ জসিম বিন হামাদের মতো এতো বিশাল অঙ্ক হাঁকাতে পারেননি অন্য কেউ।

শুধু ৫০০ কোটি পাউন্ড দিয়ে ক্লাব কিনবেনই না কাতারের সাবেক প্রধানমন্ত্রীর এই ছেলে, সঙ্গে ক্লাবটির প্রায় ৬০ কোটি টাকার দেনাও পরিশোধ করবেন। সংস্কার করবেন ওল্ডট্রাফোর্ড। দল বদলের বাজারেও ছাড়বেন বিশাল টাকা। বড় বড় তারকাকে দলে নিয়ে চাইবেন চমকে দিতে।

ওল্ডট্রাফোর্ড সংস্কারের পাশাপাশি ম্যানইউ’র জন্য তৈরি করবেন নতুন একটি মাঠও। রয়টার্স জানিয়েছে, শেখ জসিম যদি এই বিপুল পরিমাণ টাকা দিয়ে ক্লাব কিনেন, তাহলে সবচেয়ে দামি ক্লাব হবে ম্যানইউ। এর আগে ৪২৫ মিলিয়ন পাউন্ডে চেলসি বিক্রি হয়েছিলো। এখন পর্যন্ত সর্বোচ্চ দামে ক্লাব বিক্রির রেকর্ড সেটিই।

গ্লেজার পরিবারের মালিকানা কোম্পানীটি গত বছরের ম্যানইউ বিক্রির দরপত্র আহ্বান করেছিলো। ৬০০ কোটি পাউন্ড দাম চেয়েছে তারা। ফলে শেখ জসিম এখনো ১০০ কোটি পাউন্ড কমে আছেন। ক্লাবটি তাই কেনা নাও হতে পারে তার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here